• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কিশোরগ্যাং "SWAG 47" এর ৬ সদস্য গ্রেপ্তার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

আলোচিত কিশোরগ্যাং "SWAG 47" এর ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে ফেনী শহরের মধ্যম রামপুর থেকে তাদের গ্রেফতারের পর শুক্রবার আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেন- ফেনীর সোনাগাজী উপজেলার বাদাদিয়া গ্রামের মাইনুদ্দিন মানিকের ছেলে মো. মাহি (২২), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জরম নদী গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মানিক (১৮), বারাহীগুনী গ্রামের আবুল হোসেনের ছেলে মো. বাবু (১৯), মিয়াজি সড়কের স্বপনের ছেলে মো. আসিফ (১৮), পাঁচগাছিয়া গ্রামের রাজিবের ছেলে মো. আরমান (১৯), সুন্দরপুর গ্রামের মাইন উদ্দিনের ছেলে মো. সৈকত (১৭)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ফেনী শহরের মধ্যম রামপুর রাস্তার মাথায় অভিযান চালানো হয়। এ সময় ফেনীর আলোচিত কিশোরগ্যাং "SWAG 47" এর ৬ সদস্যকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করা হয়। ফেনীস্থ র‌্যাব-৭ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত কিশোরগ্যাং "SWAG 47" এর সদস্যদের তল্লাশী করে ১টি স্টিলের চাকু ও ১টি পোল্ডিং চাকু পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নিজেদেরকে কথিত "SWAG 47" নামক কিশোরগ্যাং সদস্য বলে জানিয়েছেন। পরে শুক্রবার তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, র‌্যাবের হাতে গ্রেফতারকৃত ৬ জনের বিরুদ্ধে মামলা রেকর্ডের পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর