• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চকরিয়ায় প্রতিবেশীর হামলায় বৃদ্ধের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

কক্সবাজারের চকরিয়ায় ‘বসত ভিটার ওপর দিয়ে টয়লেটের পাইপ নিতে বাধা দেওয়ায়’ প্রতিবেশীদের পরপর দুই দফা হামলায় আহত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সন্ধ্যায় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ঘুরইন্ন্যাকাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল করিম (৮০) একই এলাকার মৃত মো. আয়াতুল্লাহ’র ছেলে। স্থানীয়দের বরাতে শেখ মোহাম্মদ আলী বলেন, রোববার সন্ধ্যায় আব্দুল করিমের বসত ভিটার ওপর দিয়ে প্রতিবেশী তাদের বাড়ির টয়লেটের পাইপ নিয়ে যাওয়ার কাজ করছিলেন। এ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আব্দুল করিমের পরিবারের লোকজনের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের হামলায় আব্দুল করিম ও তার তিন ছেলে আহত হন। স্থানীয় জনপ্রতিনিধিসহ নিহতের স্বজনরা জানিয়েছেন, আহতদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ঘুরাইন্ন্যাকাটা এলাকায় প্রতিপক্ষের লোকজন দ্বিতীয় দফায় হামলা চালায়। ওসি বলেন, এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের চিকিৎসক আহত আব্দুল করিমের অবস্থা গুরুতর হওয়ায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠান। পরে সেখানে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল করিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। শেখ মোহাম্মদ আলী জানান, মধ্যরাতে আব্দুল করিমকে চমেকে নেয়ার পথে চট্টগ্রামের লোহাগড়া এলাকায় মারা যান। স্থানীয় ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, বসত ভিটার উপর দিয়ে টয়লেটের পাইপ নিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীরা হামলা চালিয়ে আব্দুল করিম ও তার তিন ছেলেকে আহত করে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রতিপক্ষের লোকজন দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা চালিয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর