• রোববার ১২ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০৩ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

চট্টগ্রামে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৪  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। শনিবার দুপুরে পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ মুছা। তিনি বলেন, চুয়েটের দুই ছাত্রের মৃত্যুর পর বিষয়টি নিয়ে সমাধান হলেও আমাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা চাই। গাড়ি পোড়ানোসহ চার দফা দাবিতে আমরা ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছি। এটি আগামীকাল রোববার সকাল ৬টা থেকে কার্যকর হবে। সোমবার বিকেলে চট্টগ্রামের কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন চুয়েটের পুরকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী নরসিংদীর শান্ত সাহা ও ২১তম ব্যাচের শিক্ষার্থী নোয়াখালীর তৌফিক হোসেন। আহত হন ২১তম ব্যাচের শিক্ষার্থী জাকারিয়া হিমু। তারা সবাই মোটরসাইকেলটিতে ছিলেন। ছাত্র মৃত্যুর ঘটনায় বুধবার ঘাতক বাস চালককে রাঙ্গুনিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, সোমবার রাত থেকেই ১০ দফা দাবিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিলেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তাদের আন্দোলন থামাতে বৃহস্পতিবার অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা গণপরিবহনে আগুন ধরিয়ে দেয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর