• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৬ আগস্ট ২০২০  

বগুড়ার ধুনট উপজেলায় ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের আয়োজনে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ধামাচামা রাইডার্স টিমকে ৩-১ গোলে হারিয়ে ধামাচামা এ.এস টিম চ্যাম্পিয়ন হয়েছে।  

 

উপজেলার ধামাচামা এফ.বি.এস ব্রিকস মাঠে ফাইনাল খেলা শেষে মঙ্গলবার সন্ধ্যার দিকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাঃ এম. নজরুল ইসলাম বকুল।

 

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জিন্নাহুর রহমান রাকিবের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক কামরুল হাসান রুমেন।

 

উক্ত অনুষ্ঠানে আরো মধ্যে উপস্থিত ছিলেন নাংলু বালিকা মাদরাসার সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকার, গ্রীনফিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের ব্যবস্থাপক ফজল-এ-খুদা তুহিন, শেরপুর পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের প্রভাষক রাজিউল হক ডলার, ল্যারোজ গ্রুপের সিনিয়র মার্চেন্ডাইজার মোসাদ্দেক মোহাম্মদ রকি, স্ট্যান্ডার্ড গ্রুপের মার্চেন্ডাইজার শিশির আহম্মেদ, সহকারী শিক্ষক রেজাউল হক, বেস্ট ইলেকট্রনিকের এক্সিকিউটিভ অফিসার শাকিল আহমেদ, আওয়ামী লীগ নেতা জুয়েল আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম শ্যামল, সহ-সভাপতি মওদুদী ইসলাম ও ক্রিয়া সম্পাদক আহসান হাবিব জাকির প্রমূখ। এর আগে রোববার বিকেলে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন ধুনট সরকারি এন ইউ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মশিউর রহমান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর