• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

নেত্রকোনায় নারী-পুরুষের স্বেচ্ছাশ্রমেই পুন:নির্মাণ হচ্ছে সড়ক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২০  

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমে পুন:নির্মাণের উদ্যোগ নিয়েছেন লেংঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া। 

 

শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লেংঙ্গুরা ইউপির গৌরীপুর থেকে তারানগর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়কে স্থানীয় প্রায় শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছায় কাজ করছেন। ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়ার উদ্যোগে তারা কাজ করছেন।

 

এ প্রসঙ্গে গৌরীপুর গ্রামের বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মো. শামসুল খাঁ আক্ষেপের সুরে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পার হলেও কোনো সরকারই গ্রামীণ এই সড়কটি পুন:নির্মাণের উদ্যোগ নেয়নি।

 

এছাড়া গৌরীপুরের কলেজ পড়ুয়া মো. নুর জাহান জানান, আমাদের এ গ্রামে প্রায় দশ হাজার লোকের বসবাস। সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে আছি আমরা। সবচেয়ে বেশি সমস্যা হয় গর্ভবতী মায়েদের। ইউপি চেয়ারম্যানের উদ্যোগে বিভিন্ন এনজিও ও সংগঠনের সহযোগিতায় স্থানীয় প্রায় শতাধিক নারী-পুরুষ স্বেচ্ছাশ্রমে গ্রামীণ এ সড়কটি পুন:নির্মাণ করছেন।

 

লেংঙ্গুরা ইউপি পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূইয়া জানান, স্বাধীনতার ৪৮ বছর পরও গৌরীপুর থেকে তারানগর পর্যন্ত  প্রায় তিন কিলোমিটার গ্রামীণ সড়ক কেউই পুন:নির্মাণের উদ্যোগ নেয়নি। আমি আমার এলাকার জনগণের সার্বিক আন্তরিক সহযোগীতায় প্রায় ২৫০ জন নারী-পুরুষের অংশগ্রহণে প্রতিদিন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সড়কটি পুন:নির্মাণের উদ্যোগ নিয়েছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর