• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

পার্বতীপুরে জামাত-বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪  

দিনাজপুরের পার্বতীপুরে নাশকতার মামলায় বিএনপি-জামাতের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) আসামিরা পার্বতীপুর আমলী আদালত দিনাজপুরে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন- পার্বতীপুর পৌর জামায়াতের সভাপতি হাফিজুল ইসলাম (৫০), সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৪৫), পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সাদো (৫০), যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন (৪২), স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুল ইসলাম বাবু (৩০), উপজেলা যুবদলের সদস্য কাজী আল মামুন (৩২) ও উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রশিদ সংগ্রাম (৪০)। জানা গেছে, বিএনপি-জামাতের ডাকা হরতাল-অবরোধ চলাকালে গত বছরের ১ নভেম্বর সন্ধ্যায় পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের হলদিবাড়ী পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা অবরোধ করে দুর্বৃত্তরা। এ সময় তারা একটি মোটরসাইকেলে আগুন দিয়ে জনমনে আতঙ্কক সৃষ্টি করে। এ ঘটনায় হামলার শিকার মোটরসাইকেলের মালিক পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে আসামিরা চলতি বছর ১৪ মার্চ হাইকোর্ট থেকে ৪০ দিনের আগাম জামিনে মুক্ত হন। জামিনের শেষ দিন (বৃহস্পতিবার) পার্বতীপুর আমলী আদালত দিনাজপুরে আত্মসমর্পণ করলে আদালত সাত আসামিকে পাঠানোর নির্দেশ দেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর