• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্ধোধন ও পুরস্কার বিতরন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ জুন ২০২১  

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী শুভ উদ্ধোধন করা হয়েছে।  শনিবার উপজেলা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের বাস্তবায়নে উদ্ধোধনীর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল আমিন ফুরকান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, উপজেলা ভেটেনারী সার্জন শিহাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, গাজী আলহাজ্ব আমানুজ্জামান, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ কর্মকার, বকশীগঞ্জ শিল্প-বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ খামারীর মালিক ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার পাল জানান দিনব্যাপী প্রদর্শনীতে ৫০টি স্টল অংশ গ্রহণ করে। প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরীতে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহার।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর