• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রাজউকের সেবা যুগোপযোগী করতে ডিজিটালাইজেশনের বিকল্প নেই

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকার বলেছেন, রাজউকের সেবাকে যুগোপযোগী করার জন্য ডিজিটালাইজেশনের কোনও বিকল্প নেই। রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সেবা সহজিকরণ বিষয়ক কর্মশালায় সোমবার তিনি এ কথা বলেন। রাজউক চেয়ারম্যান বলেন, রাজউকের সুনাম বৃদ্ধিতে ও যুগোপযোগী করে গড়ে তুলতে চেঞ্জ ম্যানেজমেন্ট ধারণাকে কাজে লাগাতে হবে। ভিশন ২০৪১ কে বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নেতৃত্বে নতুন উদ্ভাবনী চিন্তা ও ধারণা সমন্বয়ের মাধ্যমে সেবা সহজীকরণের পথ সুগম করতে হবে। কর্মশালায় রাজউকের ৫টি উইং থেকে ৫টি গ্রুপ উইংভিত্তিক বিদ্যমান সেবাসমূহ ও সেবাসমূহ সহজিকরণ নিয়ে নানা সুপারিশমালা উপস্থাপন করেন। এতে বিভিন্ন সংস্থা ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ও রাজউকের সেবা সহজীকরণের বিষয়ে বিভিন্ন মন্তব্য ও সুপারিশমূলক বক্তব্য প্রদান করেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর