• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রৌমারীতে নির্বাচনী জনসভায় অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৫ মে ২০২৪  

চলতি উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী জনসভায় প্রার্থী ও সমর্থকদের নোংরা ও অপপ্রচারের বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ। 

এ ঘটনায় মুক্তিযোদ্ধাগণ দুই দলে বিভক্ত হয়েছেন। পাল্টাপাল্টি মানববন্ধন ও  সাংবাদিকদের পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন তারা। এতে ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত ১ মে রাতে উপজেলার বাঞ্ছারচর বাজারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম শালুর (কাপ পিরিচ) নির্বাচনী সভায় বীরমুক্তিযোদ্ধা সোহরাব হোসেন আরেক চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান বঙ্গবাসী (টেলিফোন) সম্পর্কে নোংরা বক্তব্য প্রদান করেন। এছাড়াও যাদুরচর গ্রামের এক জনসভায় শহিদুল ইসলাম শালুর ছোটভাই রাজু আহমেদ খোকা বঙ্গবাসীর সম্পর্কে আবারও নোংরা ও অশ্রাব্য বক্তব্য প্রদান করেন। এর প্রেক্ষিতে উপজেলার কর্তিমারী বাজারে এক নির্বাচনী পথসভায় বঙ্গবাসী ওই বীরমুক্তিযোদ্ধার বিচার দাবি করেন। এসময় তিনি বলেন, নির্বাচনী সভায় উনি  (সোহরাব হোসেন) আমাকে খুনি,ডাকাত,মাদককারবারী,চোর বানানোর চেষ্টা করেছেন। তিনি যদি এসব প্রমাণ করতে পারেন তাহলে আপনারা যা শাস্তি দিবেন মাথা পেতে নিবো। আর না পারলে নির্বাচনের পর এই মাঠেই তার বিচার করা হোক। 
পরে এই বিচার দাবির বিষয়টিকে ভিন্নভাবে প্রবাহিত করে একজন প্রার্থী বঙ্গবাসীকে হেয় প্রতিপন্ন করার জন্য মুক্তিযোদ্ধাদের একটি অংশকে প্ররোচিত করেন বলে জানান তার (বঙ্গবাসী) সমর্থক সাখাওয়াত হোসেন সবুজ ।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধাদের অপর একটি অংশসহ কর্তিমারী বাজারের সকল ব্যবসায়ী এই মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আজ রবিবার দোকান বন্ধ রেখে কর্তিমারী বাজার সংলগ্ন ঢাকা টু মহাসড়কে এক মানববন্ধন করেন। মানববন্ধনে স্থানীয় বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবি মানুষসহ      প্রায় তিন সহ¯্রাধীক ভোটার অংশ গ্রহণ করেন।
এ বিষয় বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামছুল আলম বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়ে কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারনায় গিয়ে অন্য প্রার্থী সম্পর্কে কুরুচিকর বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি। 
বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন শহিদুল ইসলাম শালুর কাপ পিরিচ মার্কার প্রচারণার কাজ করছেন। মজিবুর রহমান বঙ্গবাসীর টেলিফোন মার্কার গণজোয়ার দেখে তিনি ঈর্ষানিত হয়ে যে কুরুচিকর বক্তব্য দিয়েছেন এটা তার ঠিক হয়নি। মূলত বঙ্গবাসীকে উত্তেজিত করার মানসে তিনি এই বক্তব্য দেন বলেও জানান তিনি।
 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর