• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সবাইকে শতভাগ টিকার আওতায় আনা হবে: ডিএনসিসি মেয়র

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৪  

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে স্মার্ট নাগরিক প্রয়োজন। আজকে যারা শিশু তারাই আগামী দিনের স্মার্ট নাগরিক। তাই সবাইকে শতভাগ টিকার আওতায় আনা হবে। সোমবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, শিশুদের যদি যথাসময় টিকা দেওয়া সম্ভব হয়, তাহলে ছোট থেকেই তারা সুস্থ-সবল থাকবে। এজন্য যদি সিটি কর্পোরেশনের আরো ভ্যাক্সিনেটর প্রয়োজন হয়, সিটি কর্পোরেশন সেটিরও ব্যবস্থা করবে। তিনি বলেন, এক সময় এ দেশে টিকাদান কার্যক্রম চালানো অনেক কঠিন ছিল। টিকাদানে বাংলাদেশ আজ সফলতা অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্জন করেছেন ভ্যাকসিন হিরো পুরস্কার। এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশের সফলতা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটেটিভ ইমা ব্রিংহাম, ডব্লিউএইচওর টিমলিডার আইভিডি ডা. রাজেন্দ্র বহরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর