• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঢামেক হাসপাতালে নারী সেজে চুরি, আটক কিশোর

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

নারী সেজে চুরি করার সময় সাব্বির (১৭) নামে এক কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আটক করা হয়েছে। 
রোববার রাতে ৮০১ নম্বর ওয়ার্ডে তাকে আটক করে ঢামেক হাসপাতালের নিরাপত্তার কাজে নিয়োজিত আনসার সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, আমরা একজনকে বোরকা পরিহিত অবস্থায় ৮০১ নম্বর ওয়ার্ড থেকে আটক করি। পরে বোরকা খুলে দেখা যায় সে একজন ছেলে। তার সঙ্গে আরো কে কে জড়িত আছে, সে বিষয়টি খতিয়ে দেখে পরে যাচাই-বাছাই শেষে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি)উজ্জ্বল বেপারী বলেন, গতকাল রাতে ৮০১ নাম্বার ওয়ার্ড থেকে টাকা চুরি করার সময় বোরকা পরিহিত অবস্থায় আমরা একজনকে আটক করি। এ সময় চুরি যাওয়া সাড়ে ৫ হাজার টাকা তার কাছ থেকে উদ্ধার করা হয়। বোরখা পরে নারী সেজে অভিনব কায়দায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে-ঘুরে চুরি করত বলে সে স্বীকার করেছে।

তিনি আরো বলেন, এর আগেও সে নাকে স্প্রে করে এক নারীর কানের দুল মোবাইল টাকা নেওয়ার কথা স্বীকার করেছে।

কিশোর সাব্বির জানায়, আমি ৮০১ থেকে ঐ রোগীর স্বজনের টাকা ও হাত বেগ নিয়েছিলাম। পরে আনসার সদস্যরা আমাকে ধরে ফেলে। এর আগেও ঢাকা মেডিকেলে আমি অনেকবার চুরি করেছি। নারায়ণগঞ্জ থেকে অজ্ঞান করার স্প্রে কিনে এনে নারীদের মুখে দিয়ে তাদের টাকা গহনা মোবাইল নিয়ে যাই। আমার বাড়ি নারায়ণগঞ্জ। আমাকে আনসার সদস্যরা ধরার সময় আমার সঙ্গে আরো একজন নারী ছিল, সে পালিয়ে গেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর