• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:
সিসিক মেয়রের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তার সাক্ষাত বারি পরিদর্শনে চীনের আনহুই একাডেমি প্রতিনিধি দল সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের উদ্যোগ নেয়া হবে এভিয়েশন খাতের উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে চায় যুক্তরাজ্য বর্তমান সরকারের আমলে কোন শিশুই অবহেলিত থাকবে না: ডেপুটি স্পিকার বিশ্বকবি’র ১৬৩তম জন্মবার্ষিকী আগামীকাল সবাইকে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়া সম্ভব হবে উপজেলা নির্বাচনে যেকোন অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে কাল খাগড়াছড়ি জেলার ৪ নির্বাচন, হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট বৃষ্টিতে সম্পূর্ণ নিভেছে সুন্দরবনের আগুন

ঘাটাইলের সেই সন্ধ্যা রানী পেলেন প্রধানমন্ত্রী’র উপহার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২১  

টাঙ্গাইলের জেলা প্রশাসক তার কথা রাখলেন। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের পাকা ঘর পেলেন ঘাটাইলে গাছে বেঁধে নির্যাতনের শিকার সেই নারী সন্ধ্যা রানী। 

গতকাল শনিবার (২৩ জানুয়ারি) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত সোমবার সন্ধ্যায় ঘাটাইলের মালিরচালা গ্রামে সন্ধ্যা রানীর সঙ্গে দেখা করতে যান জেলা প্রশাসক আতাউল গনি ও পুলিশ সুপার সঞ্জীব কুমার রায়। এ সময় সন্ধ্যার নিরাপত্তার দায়িত্ব নেন পুলিশ সুপার এবং মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর বরাদ্দ দেন জেলা প্রশাসক। 

শনিবার আনুষ্ঠানিকভাবে সন্ধ্যা রানীর হাতে ঘরের দলিল তুলে দেন টাঙ্গাইল-৩ ঘাটাইলের সংসদ সদস্য আতাউর রহমান খান। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ইউএনও অঞ্জন কুমার সরকার, পৌর মেয়র শহিদুজ্জামান খান প্রমুখ।

প্রসঙ্গত, ৯ জানুয়ারি ঘাটাইলে সন্ধ্যা রানীকে গাছে বেঁধে নির্যাতন করা হয়। পরের দিন ৫ জনকে আসামি করে থানায় মামলা করেন তিনি। তিন দিন পর আসামিরা আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পান। মুক্তি পেয়েই গ্রামছাড়া করার হুমকি দেন সন্ধ্যা রানীকে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর