• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

কাল খাগড়াছড়ি জেলার ৪ নির্বাচন, হেলিকপ্টারে পাঠানো হয়েছে ব্যালট

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৭ মে ২০২৪  

উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল বুধবার খাগড়াছড়ি জেলার চার উপজেলা রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। তিনি জানান, ৪ উপজেলার ৯০টি কেন্দ্রের ৫১১টি ভোট কক্ষে ভোট গ্রহনের জন্য ৯০ জন প্রিসাইডিং অফিসার, ৫১১ জন সহকারী প্রিসাইিডং অফিসার এবং ১হাজার ২২ জন পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ৫জন পুলিশ সদস্য, ১২জন আনসার সদস্য নিয়োজিত থাকবে। প্রতি উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট, প্রতিটি ইউনয়নে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রটসহ লক্ষীছড়ি ও মানিকছড়ি উপজেলায় ৮ প্লাটুন করে এবং রামগড় ও মাটিরাঙ্গা উপজেলায় ৬ প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্রাইিকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ভোট গ্রহনের মালামাল বিতরণ করা হয়েছে। জেলার লক্ষীছড়ি উপজেলার বর্মাছড়ির দুর্গম পুট্টাছড়ি ও শুনকাছড়ি কেন্দ্র হেলিকপ্টার যোগে ভোট গ্রহন কর্মকর্তা ও ব্যালেট পেপারসহ মালামাল পাঠানো হয়েছে। ৪ উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ২লক্ষ ১৩ হাজার ৮৯৭ জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮ হাজার ৬২৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৫ হাজার ২৭৪জন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর