• বৃহস্পতিবার   ৩০ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৫ ১৪২৯

  • || ০৬ রমজান ১৪৪৪

দৈনিক জামালপুর

টাঙ্গাইল পৌর এলাকা পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে শোভাযাত্রা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইল পৌর এলাকাকে পরিচ্ছন্ন ও যানজট মুক্ত রাখতে শোভাযাত্রা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীরের নেতৃত্বে শহরের নিরালা মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী, পথচারী ও সড়কের আশে পাশের ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) দেলোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র হাফিজুর রহমান স্বপন ও তানভীর ফেরদৌস নোমান, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, মো. রুবেল প্রমুখ।
র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর