• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, লাখ টাকা জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে ১৯টি মামলাসহ বেশকিছু মোটরসাইকেল আটক করা হয়।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের খড়মপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা গাড়ি ও মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করেন। যাদের কাগজপত্র সঠিক পাওয়া যায়নি তাদের আটক করে এ আর্থিক জরিমানা করা হয়।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে মোটরসাইকেলযোগে বেশকিছু তরুণ-যুবক নিয়মিত আখাউড়াতে আসেন। পরে তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদক সেবন করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। এমন অভিযোগে আখাউড়া পুলিশ বিশেষ অভিযান চালান।

আখাউড়া থানার ওসি মোহাম্মদ আসাদুল ইসলাম বলেন, সড়কে অবৈধ গাড়ি ও মোটরসাইকেলের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় খড়মপুর বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলের কাগজপত্র ও চালকদের রেজিস্ট্রেশন না থাকায় ১৯টি মামলাসহ ১ লাখ ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে বেশকিছু মোটরসাইকেল আটক করা হয়।

তিনি আরো বলেন, আটককৃত মোটরসাইকেলগুলোর উপযুক্ত তথ্য দিতে পারলে ফেরত পাবে। নতুবা আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর