• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

গাজীপুরে ভেজাল শিশুখাদ্য উদ্ধার, গ্রেফতার ১০

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  


গাজীপুরে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশুখাদ্য উদ্ধার করা হয়েছে। এ সময় শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফ্যাক্টরির মালিকসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার মাঝরাত পর্যন্ত গাজীপুরের গাছা থানাধীন কামারজুরি ও ঢাকার বসিলা, আশুলিয়া, বেরাই ও শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে ফ্যাক্টরির মালিক, ম্যানেজার, ডিপো মালিক, ল্যাব টেকনিশিয়ান, ডিলার, সরবরাহকারী ও কর্মচারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও ডিসি মিডিয়া মো. ইব্রাহিম হোসেন খান বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানান, গত ১০-১২ দিন আগে মিথিলা নামে এক শিশু শিক্ষার্থী গ্রিন স্টার ড্রিংকি লিচি ফ্লেভার জুস খাওয়ার পর পেটের ব্যাথা ও বমি শুরু করে। পরে তার বাবা ফিরোজ আলম গাছা থানা পুলিশকে বিষয়টি জানান। পুলিশ তথ্য-উপাত্ত সংগ্রহ করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সমন্বয়ে আশুলিয়াসহ ঢাকার বসিলা, বেরাইদ ও শনির আখড়ায় অভিযান পরিচালনা করেন।

এ সময় বিপুল পরিমাণ ভেজাল ও নকল শিশুখাদ্য এবং পানীয় উদ্ধার করা হয়। এসব খাদ্য ও পানীয় মধ্যে ৭ হাজার ৪৮২ লিটার ম্যাংগো জুস, ৪ হাজার ৮৬৯ লিটার অরেঞ্জ, ৩৯৫ বক্স ক্যান্ডি চকলেট, ২ হাজার ৫০০ আচার ক্যান্ডি, জুস কন্টেইনার, কেমিকেল, কৃত্রিম রঙ, ফ্লেভার ও খালি পলি প্যাক রয়েছে।

ডিসি মিডিয়া মো. ইব্রাহিম হোসেন খান জানান, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর