• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

কোটালীপাড়ায় এক সঙ্গে ১২০০ শিশুর জন্মদিন উদযাপন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

কেক কেটে, মোমবাতি জ্বালিয়ে গোপালগঞ্জ কোটালীপাড়া উপজেলায় এক সঙ্গে ১২০০ শিশুর জন্মদিন উদযাপন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলার কমলকুড়ি বিদ্যানিকেতন হলরুমে এ উদযাপন করা হয়। উপজেলা ইউএনও ফেরদৌস ওয়াহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।


ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এপির ম্যানেজার সিলভিয়া ডেইজির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- প্রফেসর কার্তিক চন্দ্র বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার রকিবুল ইসলাম শুভ, কৃ্ষি সম্প্রসারণ অফিসার দেবাশীষ দাস, ওয়ার্ল্ড ভিশন কোটালীপাড়া এডিপির গ্রোগ্রাম অফিসার আলবার্ট সরকার প্রমুখ।

অনুষ্ঠানে আগত ১২০০ শিশুর প্রত্যেককে উন্নত খাবার এবং জন্মদিনের উপহার হিসেবে ১টি করে মশারি দেওয়া হয়।


স্কুলছাত্র প্রদীপ রায় বলেন, জন্মদিনের অনুষ্ঠান কি? এটা আমাদের আগে জানা ছিল না। এই অনুষ্ঠানে এসে আমরা জন্মদিন অনুষ্ঠানের আনন্দ উপভোগ করতে পেরেছি।

উপজেলা ইউএনও ফেরদৌস ওয়াহিদ বলেন, এসব দরিদ্র শিশুদের পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল থাকার কারণে তারা তাদের ছেলে-মেয়েদের জন্মদিন পালন করতে পারে না। তাই ওয়ার্ল্ড ভিশন যে জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছে এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।

তিনি শিশুদের উদ্দেশে বলেন, তোমরা বড় হয়ে দেশ সেবায় নিজেদেরকে নিয়জিত করবে। মানুষদের কল্যাণে কাজ করতে হবে। মনে রাখতে হবে, ‘সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই।’ 

ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সিলভিয়া ডেইজি শিশুদের উদ্দেশে বলেন, তোমরা বড় হয়ে তোমাদের বিদ্যা, বুদ্ধি, জ্ঞান দিয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর