• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

ধুনটে ঢাকা ফেরত নার্সের বাড়ি লকডাউন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২০  

ঢাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে পালিয়ে বগুড়া ধুনট উপজেলায় নিজ এলাকায় আসা  এক নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। শুক্রবার সকাল থেকে ওই নার্সের বাড়িতে লাল নিশান টানিয়ে সেখানে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের বেলকুচি মধ্যপাড়া গ্রামের এক নার্স ঢাকায় একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন। করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে তিনি বৃহস্পতিবার ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসেন। 

 

ঘটনাটি গ্রামে জানাজানি হলে ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়া বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নার্সের বাড়ি লকডাউন ঘোষণা করেন। ওই বাড়ির প্রবেশ পথে বাঁশ দিয়ে বেড়া দিয়ে সেখানে গ্রাম পুলিশের পাহারা বসানো হয়েছে।

 

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিয়া সুলতানা জানান, ঢাকায় একটি ক্লিনিকে মেয়েটি নার্সের চাকরী করেন। বৃহস্পতিবার রাতে তিনি নিজ বাড়িতে এসেছেন। এ জন্য তাকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। ওই বাড়িটি লক ডাউন ঘোষনা করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর