• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ফিল্মি স্টাইলে স্ত্রীর পেটে চাকু ঢুকিয়ে হত্যা করেন রেজাউল

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

নওগাঁর পত্নীতলা উপজেলায় ফিল্মি স্টাইলে স্ত্রীর পেটে চাকু ঢুকিয়ে হত্যা মামলায় স্বামী রেজাউল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে পোরশা উপজেলার তিলনা এলাকার নিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউল করিম পত্নীতলা থানার বোয়ালীয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।


বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম।


জানা যায়, গত ১২ জুলাই রাতে রেজাউলের সঙ্গে স্ত্রী ফৌজিয়া বেগমের ঝগড়া হয়। এ সময় রেজাউল ক্ষিপ্ত হয়ে ফৌজিয়াকে মারধর করে। একপর্যায়ে ঘর থাকা চাকু ফিল্মি স্টাইলে ফৌজিয়ার পেটে ঢুকিয়ে দেন রেজাউল। এতে মাটিতে লুটিয়ে পড়েন ফৌজিয়া। পরে দ্রুত ফৌজিয়াকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন তার স্বজনরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ জুলাই মারা যান ফৌজিয়া। এ ঘটনায় ভিকটিমের বাবা পত্নীতলায় থানায় একটি হত্যা মামলা করেন।


মামলার পর থেকেই র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি অভিযানিক দল আসামি রেজাউলকে গ্রেফতারের জন্য মাঠে নামে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে। এরপর বৃহস্পতিবার ভোরে পোরশা থানার তিলনা এলাকা থেকে রেজাউল করিম গ্রেফতার করা হয়। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর