• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

এসডিজি অর্জনে সরকারের সঙ্গে কাজ করবে রোটারি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের সঙ্গে কাজ করবে রোটারি বাংলাদেশ। শুক্রবার রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সেমিনারে রোটারি নেতারা জানান, শিগগিরই এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্য়ালয়ের সঙ্গে একটি চুক্তি সই হবে। এসডিজির সাত খাতে কাজ করতে চায় রোটারি। সেগুলো হলো- শান্তি, রোগ প্রতিরোধ ও চিকিৎসা, পানি, স্যানিটেশন ও পরিচ্ছন্নতা, মাতৃ ও শিশু স্বাস্থ্য, শিক্ষা ও সাক্ষরতা, স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ। সেমিনারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক (সিনিয়র সচিব) আখতার হোসেন বলেন, সরকার রোটারির মতো আন্তর্জাতিক মানসম্পন্ন মানবিক সাহায্য সংস্থাগুলোর সঙ্গে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একযোগে কাজ করতে চায়। রোটারি যুক্ত হলে এসডিজির বাস্তবায়ন ত্বরান্বিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সরকার এসডিজি লক্ষ্য অর্জনে অনেকটা অগ্রগতি পেয়েছে। প্রেজেন্টেশনে এসডিজি অর্জনে বাংলাদেশের বর্তমান অবস্থা ও অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম। এ সময় রোটারি ক্লাব প্রতিনিধিদের জন্য এসডিজিবিষয়ক আলাদা সেশন অনুষ্ঠিত হয়। সেমিনারে রোটারি ক্লাব প্রতিনিধিরা আগামী ২০২৪-২৫ রোটারি বছরে কী ধরনের কর্মসূচি বাংলাদেশে বাস্তবায়ন করবে, সে-বিষয়ক প্রশিক্ষণেও অংশ নেন তারা। সেমিনারে অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্টের উপদেষ্টা ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর আশিষ ঘোষ, সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদি, প্রবীণ রোটারি নেতা বাংলাদেশের ইস্পাত কোম্পানি বিএসআরএমের চেয়ারম্যান আলি হোসেন আকবর আলী। সেশনে সঞ্চালনা করেন পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর ও চিফ ট্রেনিং কোঅর্ডিনেটর ইশতিয়াক এ জামান। মিডিয়া সমন্বয়ে ছিলেন রোটারি উত্তরা ক্লাবের সাবেক প্রেসিডেন্ট ও সাংবাদিক জুলহাস আলম। বাংলাদেশে রোটারির তিন শতাধিক ক্লাব রয়েছে। স্বেচ্ছাসেবায় নিয়োজিত বিশ্বের ১৪ লাখ মানুষের সংস্থাটির সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর