• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সবার সামনে চড়থাপ্পড়, টিকটকে ভিডিও ছেড়ে ফাঁস নিলেন যুবক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

ফরিদপুরে পাওনা টাকা চাইতে গিয়ে সবার সামনে চড়থাপ্পড় ও গালিগালাজ করে অপমানের শিকার হয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আত্মহত্যার আগে টিকটকে ছাড়া একটি ভিডিওতে এই অপমান ও মারপিটের অভিযোগ করে যান তিনি।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঐ যুবকের নাম স্বদেশ সরকার। তিনি চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের পশ্চিম পাড়ার স্বপন সরকারের ছেলে।


ভিডিওটিতে স্বদেশ সরকার জানান, একই গ্রামের জাকারিয়া শেখের ছেলে রিয়াজ শেখ তার কাছ থেকে দু’দিন আগে দেড়’শ টাকা নেন। এরপর ঐ টাকা চাইতে গেলে তাকে মারধর করা হয়।


নিজের শরীরে চড়থাপ্পড়ের আঘাতের চিহ্ন দেখিয়ে কেঁদে কেঁদে স্বদেশ সরকার বলেন, ‘এই দেখেন আমার মুখে ও ঘাড়ে থাপড়াইছে। সবার সামনে মারছে ভাই। গালিগালাজ করছে। কেউ একটা প্রতিবাদ পর্যন্ত করল না।’


তিনি পুলিশের কাছে বিচার চেয়ে বলেন, সবার কাছে অনুরোধ আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে দেন যাতে পুলিশের কাছে এটি পৌঁছে।


জানা গেছে, স্বদেশ সরকার কৃষি কাজ করতেন। রাতে পরিবারের সবাই স্থানীয় একটি ধর্মীয় সভায় যোগ দিতে গেলে রাতের কোনো এক সময় গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন তিনি। রাত দেড়টার দিকে পরিবারের লোকজন বাড়ি গিয়ে তাকে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।


বোয়ালমারি থানার এসআই উত্তম কুমার সেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


বোয়ালমারি থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ভিডিওতে পাওনা টাকা চেয়ে মারধরের শিকার হয়ে পুলিশের কাছে তিনি বিচার চেয়েছেন। তবে এ কারণেই যে তিনি আত্মহত্যা করেছেন সেটা স্পষ্ট নয়। এ ব্যাপারে অধিকতর তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর