• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ভাগ্নিকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মামিও

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ জুলাই ২০২৩  

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরে ঘাস পরিষ্কার করার সময় পানিতে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের রাঘবেন্দপুর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ঐ গ্রামের আব্দুল ছালেক মিয়ার স্ত্রী জিম বেগম ও রুহুল আমিনের মেয়ে উরমিলা খাতুন। তারা সম্পর্কে মামি-ভাগ্নি।


স্বজনরা জানান, দুপুরের দিকে জিম বেগম পুকুরের পানিতে ঘাস পরিষ্কার করতে যান। এ সময় তার সঙ্গে থাকা উরমিলা খাতুন পুকুরের পানিতে গোসল করতে নামে। শিশুটি সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। এ সময় শিশুটিকে উদ্ধার করতে মামি জিম বেগম পানিতে লাফ দেন। এতে দু’জনেই হাবুডুবু করতে থাকেন।


দু’জনের অবস্থা বেগতিক দেখে স্থানীয়রা পলাশবাড়ি ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে জীবিত অবস্থায় তাদেরকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।


সাদুল্লাপুর থানার ওসি মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে মামি-ভাগ্নির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর