• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

প্রাথমিক শিক্ষকের ২ বছরের কারাদণ্ড

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার ৫০ নম্বর ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কায়েস আল কায়কোবাদ ওরফে লাজুক মাস্টারকে (৪০) দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও হয়।

২১ আগস্ট আসামির উপস্থিতিতে সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. বজলুর রহমান এ রায় ঘোষণা করেন।

বুধবার (২৩ আগস্ট) দুপুর ২টায় সাইবার ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পি পি) মো. মসিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

পি পি মো. মসিউর রহমান জানান, তৎকালীন উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের ছবি বিকৃত করে ফেসবুকে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য প্রচার করেন। আদালতে ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামি লাজুক মাস্টারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন।

এদিকে মামলার বাদী মনিকা পারভীন এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর