• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

জ্বীন তাড়ানোর নামে নারীকে পেটালেন কবিরাজ, অতঃপর..

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

নওগাঁর রাণীনগরে জ্বীন তাড়ানোর নামে নারীকে পেটানোর অভিযোগে লিয়াকত শাহ নামে এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঐদিন বিকেলে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বামী। গ্রেফতার লিয়াকত ঐ গ্রামের বাসিন্দা।

জানা যায়, গত ১৫ আগস্ট রাতে পশ্চিম বালুভরা গ্রামের এক নারী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঐ নারীকে ঝাড়-ফুঁক দিতে এবং চিকিৎসা করাতে পরিবারের লোকজন প্রতিবেশী কবিরাজ লিয়াকত শাহকে বাড়িতে আনেন। এরপর ঐ নারীকে জ্বীন আছর করেছে এবং জ্বিন তাড়াতে হবে এমন অযুহাতে বাঁশের লাঠি দিয়ে হাতে-পায়েসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়িভাবে মারতে থাকেন কবিরাজ লিয়াকত। এতে ঐ নারী গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতেই তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঐ নারীকে নওগাঁ জেনারেল হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
 
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, জ্বীন তাড়ানোর নামে নারী নির্যাতন করায় লিয়াকত শাহকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর