• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

প্রায় সাত ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে যশোরের বানিয়ারগাতিতে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ঐ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে ঐদিন ভোরে সদর উপজেলার বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে মালবাহী একটি ট্রেনের ওয়াগন উল্টে যাওয়ায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় যশোর ও খুলনা স্টেশনে অনেকগুলো ট্রেন আটকা ছিল। পরে দুর্ঘটনা কবলিত ট্রেন উদ্ধারে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ শেষ করেছে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

খুলনা অঞ্চল রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে তেলবোঝাই করে একটি ওয়াগান পার্বতীপুরের দিকে যাচ্ছিল। পথে ভোর ৪টার দিকে বসুন্দিয়া বানিয়ারগাতি রেলক্রসিংয়ে ওয়াগানের একটি বগি উল্টে যায়। এতে খুলনার সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শেষ হওয়ার পর বেলা সোয়া ১১টার দিকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর