• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

নড়াইলে ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

নড়াইলে ডেঙ্গু আক্রান্ত হয়ে আকরামুল আলম নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্কুলশিক্ষক আকরামুল আলম নড়াইল সদরের রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি পৌর এলাকার ভওয়াখালীতে পরিবারসহ বসবাস করতেন।

জানা যায়, গত ১১ আগস্ট জ্বর নিয়ে সদর হাসপাতালে আসেন শিক্ষক আকরামুল। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর অবস্থা দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেয়া হয়। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, স্কুলশিক্ষকের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর জানতে পেরেছি। আমাদের চিকিৎসকরা ডেঙ্গুর চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে আমরা নিয়মিত প্রচারণা চালাচ্ছি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর