• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

গাইবান্ধা জেলা শহরে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় বিপ্লব ইসলাম (৪৭) নামে এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। মোটরসাইকেল চালিয়ে সন্তানকে স্কুলে দিয়ে ডিউটিতে আসার সময় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মৃত্যু হয় তার।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় শহরের পুরাতন জেলখানা মোড়ের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপ্লব ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার তালগাছী গ্রামের মৃত আজমত আলী মিয়ার ছেলে। তিনি জেলা ট্রাফিক পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। গাইবান্ধা শহরে তিনি বাংলাবাজার এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার এলাকার বাসা থেকে ছেলেকে স্কুলে দিয়ে ডিউটি করতে মোটরসাইকেল চালিয়ে ট্রাফিক অফিসে আসছিলেন বিপ্লব। এ সময় জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তালে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ব্যাপারে গাইবান্ধার ট্রাফিক ইন্সপেক্টর চন্দন চক্রবর্তী বলেন, পুরাতন জেলখানার ট্রাফিক পয়েন্টে বিপ্লব ইসলাম সাড়ে ৬টায় ডিউটিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে আসার মুহূর্তে এ ঘটনা ঘটে। ঘটনার সিসি ফুটেজ আমাদের কাছে আছে। রংপুর বিভাগের সব পুলিশ স্টেশনে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি; ঘাতক ট্রাকটিকে আটক করার জন্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি মো. মাসুদ রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে সুরতহাল রিপোর্ট জন্য পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি শনাক্ত করাসহ চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর