• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

ক্লাস বর্জন করে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইন্টার্নশিপ বহালসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নেমেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

অবিলম্বে ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও দ্রুত নিয়োগ প্রদান এবং জাতির পিতা বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। এতে বক্তব্য দেন টুঙ্গিপাড়া ম্যাটসের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ, মাসুম বিল্লাহ, হাসিবুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান হৃদয়, আয়েশা নুদ্রাত রিধিকা, নিশিতা পাল, নাফিসা মুমতাজ প্রমুখ।

টুঙ্গিপাড়া ম্যাটসের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালাউদ্দিন আহমেদ ও নিশিতা পাল বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক। এ দাবি মানলে কারও ক্ষতি হবে না। দাবিগুলো মানলে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন ম্যাটস শিক্ষার্থীরা।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর