• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

মাদারীপুরে ৩৮টি দপ্তরের বিরুদ্ধে শতাধিক অভিযোগ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

মাদারীপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে শতাধিক অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় ৩৮টি দপ্তরের বিরুদ্ধে ১০৭টি অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে ৩৬টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবাপ্রার্থী জনসাধারণ সরাসরি উপস্থাপন করেন। 

এসব অভিযোগের মধ্যে তিনটি কমিশন অনুসন্ধান করার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয় এবং ১০টি অভিযোগের তাৎক্ষণিক সমাধান করা হয়।

গণশুনানিতে মাদারীপুরের বিভিন্ন দপ্তরে সেবা নিতে গিয়ে ঘুষ, দুর্নীতি ও হয়রানির শিকার শতাধিক সেবাপ্রত্যাশী কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ উত্থাপন করেন। গণশুনানিতে মাদারীপুর সদর হাসপাতাল, পাসপোর্ট, বিআরটিএ, সাব-রেজিস্ট্রি অফিস, সহকারী কমিশনার (ভূমি), সমাজসেবা, নির্বাচন অফিস, পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ বিভাগ, ব্যাংকিং বিভাগ, শিক্ষা অফিস, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ মোট ৩৮টি দপ্তরের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়।

মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুদক সচিব মাহবুব হোসেন। আরও উপস্থিত ছিলেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, মাদারীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা হাওলাদার, মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান।

দুদক সচিব মাহবুব হোসেন বলেন, সরকারি পরিষেবা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহি ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে প্রতিরোধমূলক কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর