• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সিলেটে পরিবেশবান্ধব উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাজ্য: হাইকমিশনার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

সিলেটে পরিবেশবান্ধব উন্নয়নে যুক্তরাজ্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির হাইকমিশনার সারাহ কুক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজের প্রশংসা করে তিনি বলেন, তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার নগরীর পাঠানটুলায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে সারাহ কুক এসব কথা বলেন।

বৈঠকে নগর পিতার চেয়ারে বসার পর কী কী পদক্ষেপ নেবেন, সে বিষয়ে তাঁকে অবহিত করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এ সময় তিনি হাইকমিশনারকে সিলেটের চা পাতা উপহার দেন।

সারাহ কুক বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক ও আত্মীয়তার। এখানে এসে সবার আতিথেয়তা, আন্তরিকতা ও প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ।

নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান সমকালকে বলেন, সারাহ কুক আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমার বিভিন্ন পদক্ষেপের কথা তাঁকে জানিয়েছি। তিনি তাঁর সরকারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর