• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বীরগঞ্জে কবরস্থান থেকে ফের কঙ্কাল চুরি

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

দিনাজপুরের বীরগঞ্জের একটি কবরস্থান থেকে ১১টি কঙ্কাল চুরির দুই সপ্তাহের মধ্যে আবারও সাতটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। একই ইউনিয়নের দুটি কবরস্থানে দুই সপ্তাহের ব্যবধানে কঙ্কাল চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বালাপুকুর কবরস্থানের সাতটি কবরের মাটি খোড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

এলাকাবাসী জানায়, স্থানীয় একজন সকালে কবরস্থানের বেগুনক্ষেতে যাওয়ার সময় কয়েকটি কবরের মাটি সরানো এবং ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি তিনি স্থানীয়দের জানালে স্থানীয়রা মোহনপুরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরীকে অবহিত করেন।

মোহনপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী জানান, কবরস্থানের বিষয়টি স্থানীয়রা আমাকে অবহিত করলে আমি বিষয়টি প্রশাসনকে অবহিত জানাই। পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নুল ইসলাম সমকালকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কবরস্থান থেকে কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী (ইএনও) বলেন, ঘটনাস্থল পরিদর্শন করার পর বিষয়টি সিআইডি ও ক্রাইমসিন বিভাগকে তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কবরস্থানে বিশেষ নজরদাড়ি বাড়ানোর পাশাপাশি স্থানীয়রা যাতে আতংকিত না হয়, সেজন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ আগস্ট একই ইউনিয়নের তুলসীপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে ১১টি কবরের কঙ্কাল চুরির ঘটনা ঘটে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর