• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাকিতে চা না দেওয়ায় দোকানিকে হত্যা, আটক ১

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩  

বাকিতে চা দিতে রাজি না হওয়ায় নারায়ণগঞ্জে মোশারফ হোসেন ফকির (৫০) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরের বেপারিপাড়ার নিজের চা দোকানে হামলার শিকার হন তিনি। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান মোশারফ। এতে জড়িত কাউসার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

মোশারফের স্বজনরা জানিয়েছেন, প্রায়ই তাঁর দোকানে এসে বাকিতে চা পান করেন কাউসার। পরে আর টাকা দেন না তিনি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসে চা চাইলে মোশারফ বাকিতে চা দিতে রাজি হননি। এ নিয়ে দু’জনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোশারফের মুখে-বুকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারেন কাউসার। এতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মোশারফ। 

সংবাদ পেয়ে স্বজনরা তাঁকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় ঢামেকে। সেখানে বেলা আড়াইটার দিকে চিকিৎসক মোশারফকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা সন্ধ্যায় বলেন, লাশের ময়নাতদন্ত ঢামেকের মর্গে সম্পন্ন হবে। স্বজনরা জানিয়েছেন, তারা থানায় মামলা করবেন। ইতোমধ্যে এতে জড়িত কাউসারকে আটক করেছেন। মামলা করলে গ্রেপ্তার দেখানো হবে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর