• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ট্রেন দেখেই রেললাইনে শুয়ে পড়েন এক ব্যক্তি, অতঃপর...

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

নাটোর রেলস্টেশনে শতশত যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় ১ ও ২ নম্বর রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন অজ্ঞাত এক ব্যক্তি। এ সময় হঠাৎ তিনি রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে নাটোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত ব্যক্তি বেশকিছু সময় ধরে রেললাইনের মাঝে হাঁটাহাঁটি করছিলেন। এসময় রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি প্লাটফর্মে প্রবেশ করছিল। হঠাৎ ঐ ব্যক্তি রেললাইনের ওপর মাথা রেখে শুয়ে পড়েন। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, মরদেহটি লাইনের ওপর থেকে সরিয়ে রাখা হয়েছে। বিষয়টি সান্তাহার রেলওয়ে থানাকে জানানো হয়। ট্রেনে কাটা পড়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর