• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রাজবাড়ীতে বিনামূল্যে গাভি বিতরণ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

রাজবাড়ীতে অসহায়, দুস্থ, গরিব, বিধবা ও ‘স্বামী পরিত্যক্তা’ মানুষের মাঝে বিনামূল্যে গাভি বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে  রাজবাড়ী সমাজ উন্নয়ন পরিষদের (সমপদ) উদ্যোগে গাভিগুলো বিতরণ করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সকাল ১১ টার দিকে শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা সমাজ উন্নয়ন পরিষদের নিজ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌর মেয়র আলমগীর শেখ তিতু, শহর শাখা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সমপদের নির্বাহী পরিচালক মো. হেলালউদ্দিন সরদার, উপদেষ্টা হাসিনা ইসলাম। এ সময় ৬ জনকে একটি করে বকনা গাভি প্রদান করা হয়। এদের মধ্যে চারজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে একজন বাক প্রতিবন্ধী যুবক রয়েছেন।

সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এর নির্বাহী মো. হেলালউদ্দিন সরদার বলেন, আমরা সমপদের উদ্যোগে বিগত চার বছর ধরে গাভি বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছি। যেসব মানুষ অসহায়, যাদের কিছু করার ইচ্ছা আছে কিন্তু সামর্থ নেই আমরা সেই সব মানুষকে বাছাই করে সহযোগীতা করছি।
 
তিনি আরো বলেন, যাদেরকে গাভি বিতরণ করা হচ্ছে তাদের নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার উপস্থিতিতে একটি প্রশিক্ষণ কর্মশালা করা হয়েছে। এছাড়া এই গরুগুলো যদি অসুস্থ হয় তাহলে উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেবে।

গরু পেয়ে অসহায় নারী মোছা. রমেচা বলেন, আমার স্বামী আরেকটি বিয়ে করে তার সঙ্গে ঘর সংসার করছেন। আমার তিনটি সন্তান। তাদের দেখভাল করতে আমার খুব কষ্ট হয়। আমি একটা গাভি পেয়েছি। এতে আমার খুব ভালো লাগছে। 

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর