• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ছিনতাইয়ের কবলে পড়া সেই নিশাদের মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩  

রাজশাহী নগরীতে ছিনতাইকারীর হামলায় আহত রাজশাহী কলেজ শিক্ষার্থী নিশাদ আকরাম মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়। মৃত নিশাদ আকরাম রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা গ্রামে। তিনি রাজশাহী কলেজের পার্শ্ববর্তী একটি ছাত্রাবাসে থাকতেন।

জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ভোরে রামেক হাসপাতালে তার অসুস্থ বান্ধবীকে দেখে ছাত্রাবাসে ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন নিশাদ। ছিনতাইকারীরা নিশাদের মাথায় আঘাত করে তার কাছে থাকা মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এতে গুরুতর আহত হন নিশাদ। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। এদিনই তাকে আইসিইউতে নেয়া হয়। এ ঘটনায় তার চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। এ মামলায় সেলিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ময়নাতদন্ত শেষে নিশাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর