• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর
সর্বশেষ:

ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর ছাড়ল অগ্নিবীণা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে বিকল ইঞ্জিন রেখে আড়াই ঘণ্টা পর ছেড়ে গেছে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে গফরগাঁও স্টেশন ছেড়ে যায় ট্রেনটি।
এর আগে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গফরগাঁও রেলস্টেশনে ইঞ্জিন বিকল হয়।

ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন ট্রেন ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন গফরগাঁও স্টেশনে এসে বিকল হয়। খবর পেয়ে রিলিফ ইঞ্জিন নিয়ে গফরগাঁও স্টেশনে গিয়ে অন্য একটি ইঞ্জিন দিয়ে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে অগ্নিবীণা এক্সপ্রেস তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে, বিকল ইঞ্জিন গফরগাঁও রেলওয়ে স্টেশনে রয়ে গেছে এবং সেটি মেরামতে কাজ চলছে।

গফরগাঁও রেলস্টেশনের মাস্টার সেলিম আল হারুন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস মশাখালী-গফরগাঁও স্টেশনের মাঝামাঝি এলে বিকল হয়ে যায়। পরে ট্রেনটি ধীরে ধীরে গফরগাঁও স্টেশনে পৌঁছালে ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায়। খবর পেয়ে রিলিফ ইঞ্জিন স্টেশনে এসে অন্য একটি ইঞ্জিন দিয়ে অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহে নিয়ে গেছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর