• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

লালমোহনে ‘ডিমের মেলা’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

আড়তে জমে গেছে ষাট হাজার বয়লার মুরগির ডিম। এসব ডিম বিক্রি করতে ডিমের মেলা বসিয়েছেন ভোলার লালমোহন পৌরসভার এক আড়তদার। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বাজারের চৌরাস্তার মোড়ে লালমোহন ডিম ঘর নামের একটি আড়তের পক্ষ থেকে মেলা বসানো হয়। যেখানে বাজারের দোকানের চেয়ে অনেক কম দামে ডিম কিনতে পারছেন ক্রেতারা। মেলায় প্রতি হালি ডিম ৪০ টাকা করে বিক্রি করা হচ্ছে। মেলা থেকে ডিম কেনা মো. শামিম বলেন, বাজারে প্রতি হালি বয়লার মুরগির দাম ৫৫-৬০ টাকা। এখানে বিক্রি হচ্ছে ৪০ টাকা করে। এ জন্য এখান থেকে ২০টি ডিম কিনেছি। বাবুল নামে আরেক ক্রেতা জানান, ডিম প্রায় সময়ই দরকার হয়। বাজারের দোকানগুলোতে বর্তমানে দাম একটু বেশি। এ জন্য এখান থেকে ১০টি ডিম কিনেছি। মেলায় ডিম বিক্রেতা মো. সোহলে বলেন, আড়তে প্রায় ৬০ হাজার ডিম জমে গিয়েছে। এতো ডিম বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। এ জন্য প্রতিপিস ডিম ১০ টাকা ধরে বিক্রি করছি। ক্রেতারাও ডিম কিনতে হুমরি খেয়ে পড়েছেন। এরমধ্যে কয়েক হাজার পিস ডিম বিক্রি হয়েছে। আশা করছি- বাকি ডিমও বিক্রি হয়ে যাবে।
দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর