• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

মেট্রোরেলে উপচেপড়া ভিড়, ফার্মগেটের আগেই পরিপূর্ণ ট্রেন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩  

দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে দেশের প্রথম মেট্রোরেল। উত্তরা-মতিঝিল সরাসরি রুট চালু হওয়ার পর প্রতিনিয়ত বাড়ছে ভিড়। অর্ধেক দূরত্ব অতিক্রম না করতেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে মেট্রো ট্রেনের প্রতিটি বগি। ফলে ভিড় ঠেলে গন্তব্যে যেতে হচ্ছে যাত্রীদের। প্রতি ১০ মিনিট পর পর ট্রেন ছাড়লেও কমছে না যাত্রীর চাপ। প্রতিটি স্টেশনে যত যাত্রী নামছেন, উঠছেন তার কয়েকগুণ।
মঙ্গলবার সকাল থেকেই মেট্রোরেলের বিভিন্ন স্টেশনে এ দৃশ্য দেখা গেছে।

মেট্রোরেলের ফার্মগেট স্টেশনে দেখা যায়, এ স্টেশনে উভয় দিকের যাত্রীরা ওঠা-নামা করছেন। সকাল সাড়ে ৭টার মধ্যেই স্টেশনটি মানুষের পদচারণায় সরগরম হয়ে আছে। অধিকাংশের গন্তব্য মতিঝিল।

মিরপুর থেকে ফার্মগেট আসা মামুন বলেন, পল্লবী স্টেশন থেকে মেট্রোরেলে উঠে দেখি অনেক মানুষ। আগে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলতো, তখনও ভিড় হতো। তবে এখন মতিঝিলগামী যাত্রীদের কারণে উপচেপড়া ভিড় হচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিসবাহ বলেন, আগে ফার্মগেট থেকে মতিঝিল যেতে কমুক্ষে ১ ঘণ্টা লাগতো, এখন লাগে মাত্র ১০ মিনিট। এতে প্রতিদিন কমপক্ষে ৫০ মিনিট সময় বাঁচে। বিকেলেও মেট্রো চালু হলে আরো সময় বাঁচবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর