• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে আগুন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৩  

বিএনপি ও সমমনাদের ডাকা দুই দিনের হরতালের দ্বিতীয় দিন দুপুরে রাজধানীর মতিঝিল মধুমিতা সিনেমা হলের গলির মুখে বাংলাদেশ ব্যাংকের একটি স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনের সংবাদে ফায়ার সার্ভিসের দুটো ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসাইন জানান, আগুনের সংবাদ পেয়ে আমাদের দুটো ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এর আগে ভরদুপুরে রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর দুইটা ৩৫ মিনিটে আগুন লাগার খবর আসে। পরে মিরপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, রবিবার থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮টি যানবাহনে আগুন লাগানো হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, ঢাকা বিভাগে একটি, রাজশাহী বিভাগে (নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ) সাতটি, চট্টগ্রাম বিভাগে (ফেনী, মিরসরাই, সাতকানিয়া) চারটি, ময়মনসিংহ বিভাগে (জামালপুর) একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ৯টি বাস, একটি কাভার্ড ভ্যান, ছয়টি ট্রাক, একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ট্রেন (৩ বগি) পুড়ে যায়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর