• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ৪

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

কক্সবাজারের উখিয়া উপজেলার জামতলীর রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এর আগে উখিয়ার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। গ্রেফতাকৃতরা হলেন- ১০ নম্বর ক্যাম্পের ইউনুস প্রকাশ মাস্টার ইউনুস, ৪ নম্বর ক্যাম্পের মফিজুর রহমান প্রকাশ মুজিয়া, একই ক্যাম্পের মোহাম্মদ জাবের প্রকাশ আমানুল্লাহ উল্ল্যা ও ১ নম্বর ক্যাম্পের এনায়েত উল্ল্যাহ। র‍্যাব-১৫ এর অধিনায়ক এইচএম সাজ্জাদ হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে নাশকতার জন্য জামতলী ক্যাম্পের একটি ঘরে গোপন বৈঠক করছিল আরসা সন্ত্রাসীরা। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি দেখে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ঘণ্টাব্যাপী গোলাগুলির পর আরসা সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় চার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র, কার্তুজসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর