• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

দৈনিক জামালপুর

সোনারগাঁয়ে ১২০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩  

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১২০০ অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় অবৈধ সংযোগে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ। তিনি জানান, সোনারগাঁ উপজেলার সাদিপুর, নয়াপুর সম্মেলন মাঠ সংলগ্ন এবং মিরেরটেক বাজাররে ৪টি স্পট শনাক্ত করে প্রায় ১২০০ আবাসিক চুলার অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৫০০ ফুট পাইপ উদ্ধার করা হয়। অভিযানে তিতাস গ্যাসের সোনারগাঁ জোনাল অফিসের প্রকৌশলী রিয়াজুল ইসলাম, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইনের বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর