• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ব্রা‏হ্মণবাড়িয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জজ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জজ মিয়া কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের জমসেদ মিয়ার ছেলে। জানা যায়, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে ২০১৭ সালে ১০ এপ্রিল সকালে রহিজ মিয়া, নাবালক সরদার ও ফরিদ মিয়ার উপর বাদৈর বাজার থেকে বাড়িতে ফেরার পথে কাবলি গোষ্ঠীর লোকজন হামলা করেন। এ সময় রহিজ মিয়াসহ তার সঙ্গে থাকা দু’জনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে রহিজ মিয়া মারা যান। এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিস বেগম কসবা থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে গত ২৪ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি নিমবাড়ি গ্রামের জমসেদ মিয়ার ছেলে জজ মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার রায় প্রদান করেন। এছাড়া একই মামলায় জমসেদ মিয়ার আরো চার ছেলে- ইয়াসিন মিয়া, খোকন মিয়া, মনির মিয়া ও পারভেজ মিয়া এবং তাদের পক্ষের আওয়াল মিয়া ও তার ছেলে আশরাফুলকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাদেরকে দুই হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন আদালত। এছাড়া ঐ মামলার প্রধান আসামি জমসেদ মিয়াসহ নয়জনকে বেকসুর খালাস প্রদান এবং জমসেদ মিয়ার অপর ছেলে আসামি খোকন মিয়াকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কসবা থানার ওসি রাজু আহমেদ। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর