• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

রাজধানীতে রাজউকের অভিযান, উচ্ছেদ ও জরিমানা

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় নকশাবিহীন কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নকশাবিহীন কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়েছে। রোববার সকাল ১০টা থেকে অনুমোদনহীন আরাম হাউজিং এবং দয়াল হাউজিং এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। পরে দুপুরে শেষ হয় অভিযান। মো. আমিনুল ইসলাম বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক জোন-৫/১) মোহাম্মদপুর বসিলা অনুমোদনহীন আরাম হাউজিং এবং দয়াল হাউজিং এলাকায় রাজউক নকশাবিহীন ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করি। নকশাবিহীন নির্মাণাধীন সব ভবনে এরই মধ্যে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নোটিশ দেওয়া হয়েছে। রাজউকের নোটিশ অমান্য করে প্রায় সব ভবন মালিক নির্মাণ কাজ চলমান রেখেছেন। কয়েকটি নকশাবিহীন ভবনে প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করি দিই। এছাড়াও কয়েকটি বহুতল ভবনের আংশিক ভেঙে ফেলাসহ দুটি ভবনে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- জোন-৫ এর পরিচালক, মো. হামিদুল হক, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহ অথরাইজড অফিসার মো. মেহেদী হাসান, প্রধান ইমারত পরিদর্শক ফাত্তাহ্ প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর