• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ভাবিকে ব্ল্যাকমেইল, দেবর গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

চট্টগ্রামে গৃহবধূকে ব্ল্যাকমেইল করে টাকা দাবির অভিযোগে এসএম আতিক শাহরিয়ার নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ। রোববার এ তথ্য নিশ্চিত করেন বিভাগটির এডিসি আসিফ মহিউদ্দীন। এর আগে, শনিবার নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আতিক শাহরিয়ার চট্টগ্রামের একটি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ভুক্তভোগী গৃহবধূর সম্পর্কে চাচাতো দেবর। আসিফ মহিউদ্দীন বলেন, ভুক্তভোগী নারী একজন গৃহিণী। তার স্বামী প্রবাসে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে ঐ নারী ও তার স্বামীকে তাদের ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিও পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন আতিক শাহরিয়ার। টাকা না দিলে সেসব ছবি ও ভিডিও আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে চান্দগাঁও থানায় জিডি এবং পরবর্তীতে কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ করেন ভুক্তভোগী নারী। এ বিষয়ে আসিফ মহিউদ্দীন আরো বলেন, অভিযোগ পেয়ে ছায়াতদন্ত শুরু করে কাউন্টার টেরোরিজম বিভাগ। একপর্যায়ে শনিবার অভিযুক্ত আতিক শাহরিয়ারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আতিক শাহরিয়ার জানান- ভুক্তভোগীর একটি পুরোনো স্মার্টফোন থেকে ঐ নারীর কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও পান তিনি। পরে ফেসবুকে ফেইক আইডি তৈরি করে সেসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ৩০ হাজার টাকা দাবি করেন। এ ঘটনায় মামলার পর আতিককে আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর