• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

দৈনিক জামালপুর

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৪  

কুয়েতে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে মো. আমির হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত মো. আমির হোসেন ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মমিনুল হকের ছেলে। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন ইয়াকুবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল। এর আগে, শনিবার স্থানীয় সময় বিকেল ৪টায় কুয়েতের মিনা আবদুল্লাহ সড়কের ওফরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের প্রতিবেশী কুয়েত প্রবাসী মোহাম্মদ টিপু জানান, শনিবার কাজ শেষ করে আমিরসহ তিনজন প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। পথে ওফরা এলাকায় এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটির চাকা ফেটে যায়। এ সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমির নিহত হন। এ দুর্ঘটনায় অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রোববার সকালে আহত আরেকজন মৃত্যু হয়। তবে তার পরিচয় জানা যায়নি। আমির হোসেনের মরদেহ কুয়েত সিটির ওফরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পারিবারিক সূত্র জানায়, ১৬ বছর আগে জীবিকার তাগিদে আমির কুয়েতে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিকের কাজ করতেন। পরিবারে তার এক মেয়ে, এক ছেলে, স্ত্রী ও মা-বাবা রয়েছেন। ইয়াকুবপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল জানান, প্রবাসীদের সহযোগিতায় কুয়েতে নিহত মো. আমির হোসেনের মরদেহ দেশে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর