• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

পঞ্চগড়ে বাংলাবান্ধায় আসা হাতি দু`টি ভারতে ফিরেছে

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪  

জেলার তেঁতুলিয়া উপজেলায় কাটাতারের বেড়া ভেঙে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা ভারতীয় দু'টি হাতিকে ভারতে ফিরে গেছে। এর আগে হাতির আক্রমণে একজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোরে দুটি বন্য হাতি ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট ভেঙে ৭৩৫ (৩ এস) পিলার বরাবর বাংলাদেশী ভূখন্ডে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছিল। তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন হয়ে সকাল ৮ টার দিকে বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছিল। তাৎক্ষনিক খবর পেয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় উক্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনসাধারণকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়াসহ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারফত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মাধ্যমে ভারতীয় বন বিভাগকে বার্তা পাঠানো হলে বিকালে ৭৩০ নাম্বার মেইন পিলার বরাবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ এর পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া ও উভয় দেশের বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পতাকা বৈঠকে ভারতীয় বন বিভাগের হাতি উদ্ধার বিশেষজ্ঞ দল সীমানা পেরিয়ে এদেশে এসে হাতি দু’টি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অনুমোদন প্রার্থনা করেন। বিষয়টি জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের উদ্যোগে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হলে ‘বাংলাদেশ ভারত আন্ত:সীমান্ত হাতি সংরক্ষণ প্রটোকল ২০২০’ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক অনুপ্রবেশকৃত হাতি দু’টি ভারতে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। ভারতীয় বন বিভাগের হাতি উদ্ধার বিশেষজ্ঞ দলের সহযোগিতায় উভয় দেশের সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে রাত ৯ টার সময় ৪৪৮ নং পিলার বরাবর কাঁটাতারের বেড়ার গেট ভেঙে ভারতের ফাসিদেয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হাতি দু’টি ভারতে ফিরিয়ে নেয়া হয়। অপরদিকে, উদ্ধার কার্যক্রম পরিচালনার একপর্যায়ে হাতি দু’টি আকষ্মিক ভুট্টা ক্ষেত হতে বের হয়ে নিরাপত্তা বলয় ভেঙ্গে জনসমাগমের দিয়ে ধাওয়া করলে সিপাইপাড়ার কাশিমগঞ্জের আবুল কাশেমের ছেলে প্রতিবন্ধী মো. নুরুজ্জামান (২৩) গুরুত্বর আহত হন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর