• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ফেরারি ছাত্রদল নেতা সুমনকে খুঁজছে পুলিশ

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

সিলেটে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুবেল আমিন সুমন নামের এক ছাত্রদল নেতাকে হন্যে হয়ে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে একাধিকবার বাসা-বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। সবশেষ গত বৃহস্পতিবার রাতে ঐ ছাত্রদল নেতার বাড়িতে পুলিশ তল্লাশি চালালেও তাকে গ্রেফতার করতে পারেনি। ফেরারি আসামি রুবেল আমিন সুমন বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সিরাজপুর গ্রামের আব্দুল বারীর ছেলে ও সিলেট মহানগর ছাত্রদলের ২২ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক। জানা গেছে, রুবেল আমিন সুমনের বিরুদ্ধে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা ও কোতোয়ালি থানাসহ সিলেটের অন্যান্য থানায় একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এ অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে হন্যে হয়ে খুঁজছে। গ্রেফতার করতে তার বাসা-বাড়িসহ সম্ভাব্য স্থানে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ সূত্রে জানা যায়, ২০০৮ সালে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় রুবেল আমিন সুমনের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা করে র‌্যাব-৯। ঐ মামলায় আদালত ছাত্রদল নেতা রুবেল আমিন সুমনকে ১৭ বছরের সাজা প্রদান করেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শুধু রুবেল আমিন সুমনকে পুলিশ খুঁজছে তা নয়, আদালতের নির্দেশনা অনুযায়ী গ্রেফতারি পরোয়ানাভুক্ত সব আসামিকে ধরতে অভিযান চলমান।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর