• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

যশোরে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

যশোরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে চয়ন দাস (১৭) নামে এক স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ২টার দিকে শহরতলীর সানতলা এলাকায় এ ঘটনা ঘটে। চয়নের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চয়ন দাস সদর উপজেলার চুড়ামনকাঠি দাসপাড়ার নয়ন দাসের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। প্রতিবেশী দাসপাড়ার উজ্জ্বল দাসের ছেলে অন্তর দাস বলেন, শনিবার রাতে দাসপাড়া থেকে আমরা পাড়ার ছেলেরা একটি সিএনজি ভাড়া করে ঝিকরগাছার ঋষিপাড়ায় একটি অনুষ্ঠানে যাই। আমাদের পার্শ্ববর্তী গ্রাম সানতলা থেকে একটি দল সেই অনুষ্ঠানে যায়। অনুষ্ঠানের মেইন গেটে রাত সাড়ে ১০টার দিকে কোনো একটি বিষয় নিয়ে দুই গ্রুপের হট্টগোল হয়। এরপর আমরা অনুষ্ঠান শেষে ফেরার পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সানতলা এলাকায় পৌঁছালে ২০-২২ জন সন্ত্রাসী লোহার রড, চাকু, রামদা নিয়ে আমাদের সিএনজি থামিয়ে মারধর করে। এ সময় আমরা ৬-৭ জন আহত হই। তিনি আরো বলেন, আমরা আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসি। এ সময় দায়িত্বরত চিকিৎসক চয়ন দাসকে মৃত ঘোষণা করেন। অনুষ্ঠানের হট্টগোলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, চয়ন দাসকে হত্যা করা হয়েছে নাকি দুর্ঘটনায় মারা গেছে, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করছে। ওসি আরো বলেন, নিহতের পরিবারের সদস্যরা হত্যার বিষয়টি দাবি করছেন। কিন্তু নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর