• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৩ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

এবার ভুল চিকিৎসায় ৮ মাসের শিশু মৃত্যু, চিকিৎসক গ্রেফতার

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৪  

খাগড়াছড়ির মহালছড়িতে ভুল চিকিৎসায় আয়েশা আক্তার নামে আট মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। শিশু আয়েশা আক্তার মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের আমিনুলের মেয়ে। ওই শিশুর স্বজনরা জানান, কয়েকদিন ধরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিল শিশু আয়েশা। তার চিকিৎসা করছিলেন স্থানীয় পল্লি চিকিৎসক স্বপন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসা নিতে এলে পল্লি চিকিৎসক তাকে নেবুলাইজার দেয়। নেবুলাইজার দেওয়ার কিছুক্ষণের মধ্যে শিশুর অবস্থা অবনতি হলে আরেকটি ইনজেকশন পুশ করেন ওই চিকিৎসক। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে, এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে মহালছড়ির থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। একইসঙ্গে ওই শিশুর মরদেহ এবং পল্লী চিকিৎসককে থানায় নিয়ে যায় পুলিশ। ওই শিশুর বাবা আমিনুল ইসলাম বলেন, পল্লী চিকিৎসক স্বপন চক্রবর্তীর ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের মৃত্যু হয়েছে। মহালছড়ি থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, এ ঘটনায় ওই শিশুর বাবা মামলা করেছেন। ওই মামলায় অভিযুক্ত পল্লী চিকিৎসককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর