• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

দৈনিক জামালপুর

‘ভাঙ্গা থেকে পায়রা বন্দর ৬ লেন সড়ক হবে’

দৈনিক জামালপুর

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

ভাঙ্গা থেকে পায়রা বন্দর পর্যন্ত ৬ লেন সড়ক করা হবে। পদ্মা সেতু বরিশাল অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নয়ন করেছে। বরিশাল নিয়ে আমার মহাপরিকল্পনা করতে হবে। বৃহস্পতিবার সকালে বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে মতবিনিময় সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া এ কথা বলেন। তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এ অঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। এর সুফল পাচ্ছে দক্ষিণাঞ্চলবাসী। ৬ লেন নির্মাণ হলে এ অঞ্চলে কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান বৃদ্ধি পাবে। সরকার এ উন্নয়নে বদ্ধপরিকর। বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য খন্দকার আজিজুল ইসলাম, বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক সাইফুল ইসলাম, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন, প্যানেল মেয়র জিয়াউর রহমান বিপ্লব প্রমুখ।

দৈনিক জামালপুর
দৈনিক জামালপুর